Homeআন্তর্জাতিকগাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত

গাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের আরও তিনজন সেনা নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) এ ঘোষণা দেয় ইসরাইলের সামরিক বাহিনী।

সামরিক বাহিনী জানিয়েছে, গত দিন (শুক্রবার) মধ্য গাজায় দুই সার্জেন্ট (ফার্স্ট ক্লাস) এবং একজন সার্জেন্ট মেজর নিহত হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, এদের মধ্যে দুজন বোমা বিস্ফোরণে নিহত হন। এবং তৃতীয়জন ‘সন্ত্রাসীদের’ বন্দুক হামলায় নিহত হন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সেনাবাহিনী মধ্য গাজায় বিশেষ করে দেইর এল-বালাহ’তে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ লড়াই করছে।

গত বছরের ২৭ অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরাইলের ৩৩৮ জন সেনা নিহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ বাসিন্দা নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়াও হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। যাদের মধ্যে এখনো ১০৫ জন গাজায় হামাসের হাতে বন্দি রয়েছে বলে জানা গেছে।

হামাসের হামলার প্রতিশোধে ওইদিনই গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। ১০ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

Exit mobile version