Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, ১৩ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, ১৩ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রোববার  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, শনিবার থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় উত্তর মালুকু প্রদেশের টারনেট শহরের ১০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে বিএনপিবি।

বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন,
আমরা জনগণকে সতর্ক থাকতে এবং পরবর্তী সম্ভাব্য বন্যার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

এছাড়া ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিতে সহায়তার জন্য একটি দল মোতায়েন করেছে বলে জানিয়েছে বিএনপিবি।

এদিকে অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসরনাস আরও বলেছে, বন্যার পানিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

গত মে মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। তাতে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ খবর