দারুণ খেলছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে (১৪২তম ওভার) ব্যক্তিগত ইনিংসে দেড় শ রান পেরিয়ে গেলেন।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার দেড় শ রান (২৮৬ বলে ১৫০*) টপকে গেলেন মুশফিক। এর মধ্যে ডাবল সেঞ্চুরি আছে তিনটি।
২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস।বাংলাদেশ প্রথম ইনিংস, ১৪২ ওভারে ৬ উইকেটে ৪৭২। এরই মধ্যে নিজেদের প্রথম ইনিংসে ২৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ।২৮৮ বলে ১৫২ রানে অপরাজিত মুশফিক। ১১৪ বলে ৪৮ রানে অপরাজিত মিরাজ। ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।