বিশ্বখ্যাত পপ তারকা হেইলি-বিবার দম্পতির ঘরে নতুন অতিথি আসছে এমন খবর গত মে মাসে নিজেরাই জানিয়েছিলেন। এবার সুখবর দিলেন জাস্টিন বিবার এবং তার স্ত্রী হেইলি বিবার। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারা।
শুক্রবার তারা এক পুত্রসন্তানের মা-বাবা হন।
এ দিনই তারকা দম্পতি নবজাতকের ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে একটি ছবি দিয়ে এক পোস্ট দেন এই দম্পতি। ছবিতে ছোট্ট, লালচে পা তোয়ালে থেকে উঁকি দিচ্ছে। তাকে ছুঁয়ে হেইলির আঙুল। এই ছবি দিয়ে তারকা দম্পতি ছেলের নামও প্রকাশ করেছেন। বার্তায় লিখেছেন, “স্বাগত জ্যাক ব্লুজ বিবার”। পাশে টেডি বিয়ারের ছবি। নতুন বাবা-মা কে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন ভক্ত অনুরাগীরা।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেন হেইলি। সেই সময় জাস্টিন এবং তাঁর স্ত্রী পর পর কিছু ছবি, ভিডিও ভাগ করে নিয়েছিলেন। সেখানে এই বিশেষ সময় তাঁরা কীভাবে কাটাচ্ছেন, সেই সব মুহূর্ত বন্দি ছিল। জুলাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮-য় তাঁদের বিয়ে। সেই বাঁধনও এবার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবন তারা আরও বেঁধে বেঁধে থাকবেন। সবটাই হবে সন্তানকে ঘিরে।