Homeবাংলাদেশগোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। শক্রবার (২৪ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

নিহত সুরাইয়া বেগম খুলনার ময়লা পোতা এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

তিনি জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হয়।

এ ঘটনায় মাইক্রেবাসের যাত্রী সুরাইয়া বেগমসহ তিনযাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুরাইয়া বেগমের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে সুরাইয়া বেগম মারা যান।

সর্বশেষ খবর