বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইল সালাম পিন্টু মুক্তি পরিষদ, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালাম পিন্টু পরিষদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
এ সময় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর উদ্যানে একত্রিত হয়।
আব্দুস সালাম পিন্টু গত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান।
২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
দ্রুত সময়ের মধ্যে নেতাকর্মীরা সালাম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।