Homeবিজ্ঞান ও প্রযুক্তিমহাকাশের এক অদ্ভুত সৌন্দর্য হর্সহেড নীহারিকা

মহাকাশের এক অদ্ভুত সৌন্দর্য হর্সহেড নীহারিকা

মিল্কিওয়ে গ্যালাক্সি একটি আশ্চর্যজনক জায়গা। এটিতে নীহারিকা নামক রহস্যময় অঞ্চল রয়েছে। নীহারিকা হল মহাকাশের ধূলা, হাইড্রোজেন, হিলিয়াম এবং আয়নিত গ্যাসের একটি বিশাল মেঘ।
নীহারিকা গুলোর মধ্যে সবচেয়ে পরিচিত এবং সুন্দর একটি হল হর্সহেড নীহারিকা।
হর্সহেড নীহারিকা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বার্নার্ড ৩৩ নামে পরিচিত। পৃথিবী থেকে প্রায় ১৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এটি।
হর্সহেড নীহারিকা একটি অন্ধকার নীহারিকা। এর অর্থ হল, এটি নিজে কোনো আলো নির্গত করে না। আমরা এটিকে দেখতে পাই, কারণ এর পিছনে অবস্থিত উজ্জ্বল নক্ষত্রের আলো এতে পড়ে এবং প্রতিফলিত হয়। কাছাকাছি নক্ষত্র দ্বারা আলোকিত মেঘের জটিল আকারের কারণে, এটি ঘোড়ার মাথার আকার বলে মনে হয়।
হর্সহেড নীহারিকা একটি স্বল্পস্থায়ী বস্তু। ধারণা করা হয় এটি আরও ৫ বিলিয়ন বছর স্থায়ী হবে।
এই হর্সহেড নীহারিকা অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের জন্য পর্যবেক্ষণ করা বেশ দুঃসাধ্য কাজ। কারণ এটি খুব দূরে অবস্থিত, সেইসঙ্গে এটি অন্ধকার এবং আবছা।

সর্বশেষ খবর