Homeজাতীয়পাচারের টাকা দেশে ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

পাচারের টাকা দেশে ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড থেকে পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে দেশটি বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে ব্রিফিং করেন আমির খসরু। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিয়ে যাবে বিএনপি।
সরকারকে সময় বেঁধে দেবো না। যৌক্তিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচন চাই।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের আজকের অর্থনীতি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই পাচারের কারণে। প্রতিটা নাগরিকের জীবন মানের ওপর এই প্রভাব পড়েছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগে তারা সহযোগিতা করার কথা জানিয়েছে।

সর্বশেষ খবর