Homeসর্বশেষ সংবাদপঞ্চগড়ে ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ স্বজনের সন্ধানের দাবীতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

পঞ্চগড়ে ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ স্বজনের সন্ধানের দাবীতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ স্বজনের সন্ধান চেয়ে ভূক্তভোগী দুইটি পরিবার মানববন্ধন করেছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়।

নিখোঁজ আলামিন পঞ্চগড় পৌর এলাকার দর্জিপাড়ার মনুমিয়ার ছেলে এবং জিসান একই এলাকার মৃত আকিমুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীরা জানান, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলামিন (২৫), ১৯ আগস্ট বাড়ি থেকে জিসান (১৮) নিখোঁজ হয়।উপার্জনকারী আলামিন নিখোঁজ হওয়ায় তার এক সন্তান ও স্ত্রী মানবেতর জীবনযাপন করছে।নিখোঁজের ১৭ দিনেও খোঁজ মিলেনি তার।তবে জিসান বাক প্রতিবন্ধি বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,মাহাফুজুর রহমান, ফয়সাল ফাহিম,নুরুজ্জামান,জামিরুল ইসলাম প্রমূখ তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আলামিন এবং জিসানকে খুঁজে না পাওয়ায় এলাকাবাসী আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছি।তাই দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর