Homeসর্বশেষ সংবাদপঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ১নং ঝলইশালশিরী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে নতুনহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবুল হোসেন। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। নিয়োগ বাণিজ্য, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের অপসারণ দাবি করেন তারা। এ সময় বক্তব্য দেন, ইদ্রিস আলী, সোয়েল, আফসার, নঈমদ্দীনসহ অনেকে।

ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।

সর্বশেষ খবর