Homeবাংলাদেশবাংলাদেশ পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের পর জাপানের সংস্কারের সঙ্গে তুলনা রাষ্ট্রদূতের

বাংলাদেশ পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের পর জাপানের সংস্কারের সঙ্গে তুলনা রাষ্ট্রদূতের

cবুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সময়ের সংস্কার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সংস্কারের মতো।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি কাটিয়ে উঠবে আশা জানিয়ে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং মানুষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

এ সময় দেশের ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে দেশ গঠনে জাপানের আর্থিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন তিনি।

সর্বশেষ খবর