ইরানের মধ্যাঞ্চলে একটি বাস উল্টে ২৮ জন পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইয়াজদে। ইরানের ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।প্রদেশটির সংকট ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার মহাপরিচালক ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনায় ১১ জন নারী ও ১৭ জন পুরুষ নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য ছয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন বিন আলী (রা.)-এর শাহাদাতবার্ষিকীর ৪০তম দিবস উপলক্ষে লাখো শিয়া মুসল্লি ইরাকের কারবালায় জড়ো হচ্ছেন। এই পাকিস্তানিরাও সেখানে যাচ্ছিলেন।