Homeবাংলাদেশসাতক্ষীরায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

সাতক্ষীরায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মাদকদ্রব্যের একটি চালান পাচার করবে কারবারিরা।

বিজিবির একটি দল সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব পিলার ৩-এর রেফারেন্স পিলার ৬ বরাবর অনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার হঠাৎগঞ্জ এলাকায় অবস্থান গ্রহণ করে।

তিনি বলেন, এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালাবার চেষ্টা করলে তাদের ধাওয়া করে। এ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

আশরাফুল হক আরও বলেন, মাদক উদ্ধারের পর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সর্বশেষ খবর