Homeজাতীয়শিক্ষার্থীদের দাবিতে বাতিল এইচএসসি পরীক্ষা

শিক্ষার্থীদের দাবিতে বাতিল এইচএসসি পরীক্ষা

কয়েক দফা সিদ্ধান্ত বদল শেষে অবশেষে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে ফল কীভাবে নির্ধারিত হবে সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে পরে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কয়েকবার স্থগিত হয় চলতি বছরের এইচএসসি পরীক্ষা।

সবশেষ সিদ্ধান্ত নেওয়া হয়, ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত পরীক্ষাগুলো। তবে অনেক শিক্ষার্থীরা দাবি করেন, পরীক্ষা বাতিলের।

সেই দাবি না মেনে এদিন জানানো হয়, ১১ সেপ্টেম্বর থেকে ফের পরীক্ষা শুরু কথা থাকলেও তা আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে। তবে পূর্ণ নম্বরে নয়, বাকি থাকা পরীক্ষাগুলো হবে অর্ধেক প্রশ্নত্তোরে। শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

এরপরই সচিবালয়ে ঢুকে পড়েন পরীক্ষা বাতিলের দাবি জানানো শিক্ষার্থীরা।

Exit mobile version