সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবা-মা ও দুই ছেলে রয়েছে।
পুলিশ জানায়, তারা রাজশাহী জেলার বাগমারা থানার বাসিন্দা। এ ঘটনায় আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন।