রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল শাফিক উদ্দিন আহমেদ আহনাফ। ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে স্বাধীনতার একদিন আগে ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিতে নিহত হয় আহনাফ।
আহনাফের মা সাফাত সিদ্দিকী ও খালা নাজিয়া আহমেদ বলেন, আন্দোলনে যেতে বাধা দিলেই আহনাফ বলতো, সে সাঈদ-মুগ্ধ ভাইদের মতো সাহসী হতে চায়।
তাদের মতো কিছু হলে তারা গর্ব করে বলতে পারবেন, ‘আমরা আহনাফের মা-খালা’। শেষ পর্যন্ত আহনাফ হয়েছেও তাই।