Homeজাতীয়ক্লাসে সবাই ফিরেছে, ফেরেনি আহনাফ

ক্লাসে সবাই ফিরেছে, ফেরেনি আহনাফ

রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল শাফিক উদ্দিন আহমেদ আহনাফ। ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে স্বাধীনতার একদিন আগে ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিতে নিহত হয় আহনাফ।

আহনাফের মা সাফাত সিদ্দিকী ও খালা নাজিয়া আহমেদ বলেন, আন্দোলনে যেতে বাধা দিলেই আহনাফ বলতো, সে সাঈদ-মুগ্ধ ভাইদের মতো সাহসী হতে চায়।

তাদের মতো কিছু হলে তারা গর্ব করে বলতে পারবেন, ‘আমরা আহনাফের মা-খালা’। শেষ পর্যন্ত আহনাফ হয়েছেও তাই।

Exit mobile version