Homeআন্তর্জাতিকগাজা যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে সতর্ক করলেন বাইডেন

গাজা যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে সতর্ক করলেন বাইডেন

আলোচনা চলছে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে। সম্ভাব্য এই গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে যাতে দুর্বল না করা হয় সেই বিষয়ে আলোচনার সাথে জড়িত সকল পক্ষকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুদ্ধ বিরতি প্রসঙ্গে বাইডেন বলেন,”আমরা আগের চেয়ে আরও কাছাকাছি” । তবে বাইডেনের এ মন্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা।

এই চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইস্রায়েলে পাঠানো হচ্ছে বলেও জানান বাইডেন।

কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার যেকোনো অগ্রগতি মধ্যপ্রাচ্যকে আঞ্চলিক সংঘাত থেকে দূরে রাখতে সহায়তা করবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মধ্যস্থতাকারীরা বলেছেন যে গত দুই দিনের যুদ্ধবিরতি আলোচনা “গঠনমূলক এবং একটি ইতিবাচক পরিবেশে পরিচালিত হয়েছে”

Exit mobile version