Homeখেলাএখনও অনিশ্চিত মেসির মাঠে ফেরা

এখনও অনিশ্চিত মেসির মাঠে ফেরা

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ জেতার পর থেকে ইনজুরিই পরম বন্ধু হয়ে উঠেছে লিওনেল মেসির। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া গোড়ালির চোট কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। কবে মাঠে ফিরবেন তিনি, সেটিও এখন পর্যন্ত অনিশ্চিত।

ইন্টার মায়ামির জার্সিতে দলটির সবচেয়ে বড় তারকা মেসির সার্ভিস পাচ্ছে না তারা। যার ফলস্রুতিতে লিগস কাপের এবারের আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে মেসিবিহীন মায়ামি। অথচ মেসির নৈপুণ্যে গত মৌসুমে লিগস কাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলো দলটি।

মেসি আসলে কবে নাগাদ মাঠে ফিরবেন সেই দিনক্ষন নিশ্চিত করতে পারেনি ফুটবলাঙ্গনের কেউই। এই প্রসঙ্গে তার ক্লাব মায়ামি জানায়, অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন মেসি। অন্যদিকে, কোচ টাটা মার্টিনো মেসির মাঠে ফেরা নিয়ে জানিয়েছেন, ‘মেসি প্রত্যাশা অনুযায়ী উন্নতি করছে। তবে, কবে নাগাদ ফিরবেন সেটা বলা মুশকিল। আলাদাভাবে সে কাজ করছে। আশাকরি আমরা তাকে দ্রুত ফিরে পাব। তবে, আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরুক।’

এমনকি মেসির সতীর্থ লুইস সুয়ারেজও ক্ষুদে যাদুকরেরে মাঠে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেননি। মেসি চোটে ভূগছে মাসখানেকেরও বেশি সময় ধরে। এখনও মাঠে নামতে পারেননি তিনি। তাই স্বাভাবিকভাবে মেসির ফেরা নিয়ে দুশ্চিন্তা পার করছে তার ভক্ত সমর্থকরা।

Exit mobile version