Homeজাতীয়ভঙ্গুর স্বাস্থ্যখাতকে ৯০ দিনের মধ্যে জনমুখী করার দাবি

ভঙ্গুর স্বাস্থ্যখাতকে ৯০ দিনের মধ্যে জনমুখী করার দাবি

৯০ দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাউন্টডাউন শুরু হচ্ছে আজ থেকেই।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এ দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেয়ার নামে নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের সেসব ফেরত দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এসময় সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার দাবি জানান শিক্ষার্থীরা। প্রয়োজনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ফী মওকুফে ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের।

গত সরকারের আমলে বিভিন্ন চাপে স্বাস্থ্যখাতে পরিবর্তন আনা যায়নি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ খাতকে জনমুখী করা হবে, সেইসাথে নিশ্চিত করা হবে ন্যাশনাল ইনস্যুরেন্স সেবাও।

Exit mobile version