রিয়াল মাদ্রিদে চির অপেক্ষার অভিষেক হয়ে গেল কিলিয়ান এমবাপ্পের। আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপ ফাইনালে অভিষেকে গোলও করেছেন ফরাসি তারা, চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের নজির গড়লেন ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ।
বুধবার (১৪ আগস্ট পোল্যান্ডের ওয়ারশে আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি ফেদে ভালভার্দের। উরুগুইয়ান তারকাই ৫৯ মিনিটে ডেডলক ভাঙেন। ভিনিসিউস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি।
৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এবার বলে যোগানদাতা জুড বেলিংহ্যাম। এর ১০ মিনিট পর রদ্রিগোর বদলি হিসেবে নামেন মদ্রিচ। যদিও কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি তিনি, আর গোল পায়নি রিয়াল মাদ্রিদও।
সুপার কাপে রিয়াল মাদ্রিদের এটা ষষ্ঠ শিরোপা। এ শিরোপা দিয়েই রিয়াল মাদ্রিদ ইতিহাসে সবচেয়ে ট্রফি জেতা প্লেয়ার বনে গেলেন মদ্রিচ। ক্রোয়াট তারকা জিতলেন রিয়াল ক্যারিয়ারের ২৭তম ট্রফি। নাচো ফার্নান্দেজের মতো এতদিন তার নামের পাশে ২৬টি ট্রফি ছিল।