দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষায় ইসলামি আন্দোলন বাংলাদেশ তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক, সভাপতি দ্বিন বন্ধু রায়সহ হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল।
দলের নেতারা বলেন, হামলার সঙ্গে ধর্মীয় কোনো সম্পর্ক নেই, পুরোটাই রাজনৈতিক।
অভিযোগ করেন, ক্ষমতা হারিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু করেছে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতা চলছে বলে বিশ্ববাসীর সামনে প্রমাণ করতে চায় দলটি। এর চিরস্থায়ী সমাধানে সংসদে আনুপাতিক হারে হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ চান নেতারা। কোনো ধর্মীয় উষ্কানিতে কান না দিতে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।