Homeআন্তর্জাতিকআফ্রিকায় বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ

আফ্রিকায় বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ

আফ্রিকায় মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়ছে। মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে বেশ কিছু অঞ্চলে। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে ‘খুব উদ্বেগজনক’ উল্লেখ করে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাবের সময় কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। মাঙ্কিপক্সের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, আফ্রিকা এবং তার বাইরে আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ‘খুব উদ্বেগজনক’।

তিনি আরও বলেন, এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য।

মাঙ্কিপক্স অত্যন্ত সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে রোগটি ছড়াতে পারে। এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। মাঙ্কিপক্সের উপসর্গ ফ্লুর মতো। এই রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪ জন মারা যায়।

Exit mobile version