রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের একটি গাড়ি আছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে প্রায় ২ ঘণ্টা খিলক্ষেতের লেকসিটি কনকর্ড আবাসিক এলাকায় এই অভিযান চলে। অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিককে পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা।
শেখ হাসিনার দেশত্যাগের পরেই একপ্রকার নিখোঁজ সাবেক ডিবি প্রধান হারুন। আটক হওয়ার খবর নাকচ করার পর থেকেই উধাও তিনি। পরে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলায় আসামি হন তিনি। তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিকে এ অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি সেনাবাহিনী।