চলচ্চিত্রকার তারেক মাসুদকে হারানোর ১৩ বছর উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার ও যথার্থ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকার এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক (মিশুক) মুনীর এবং তাদের ৩ জন সহকর্মী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে তারেক মাসুদের মা, স্ত্রী এবং সন্তানের করা ক্ষতিপূরণ মামলায় হাইকোর্টের দেওয়া যুগান্তকারী রায়ের পরে বাসের মালিকপক্ষ এবং বাদীপক্ষের দায়ের করা পৃথক আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অপেক্ষমাণ রয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশের সড়ক দ্বীপে অবস্থিত ‘সড়ক দুর্ঘটনা’ স্মৃতি স্থাপনায় দাঁড়িয়ে এই দাবি জানায় ব্লাস্ট কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে তারেক মাসুদের স্ত্রী এবং চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ বলেন, হাইকোর্ট থেকে আমাদের ক্ষতিপূরণ দাবির মামলায় রায়ের সাত বছর পার হয়ে গেছে, কিন্তু রায়ের প্রেক্ষিতে আপিল বিভাগে অপেক্ষমান মামলার শুনানি এখনও সম্পন্ন হয়নি। আমরা আশা করব যে সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের হাত ধরে আপিল বিভাগ অনতিবিলম্বে দীর্ঘকাল ধরে অপেক্ষমান এ মামলার শুনানি সম্পন্ন করে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবে।
অন্যদিকে মিশুক মুনীরের পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।