জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চুক্তি বাতিলের এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথাও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে, এ বছরের জানুয়ারিতে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ায় পতন হওয়া আওয়ামী লীগ সরকার। একইসঙ্গে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবেও দায়িত্বে রাখা হয়।
এর আগে, তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে মোশাররফ হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হন।
আবু হেনা মো. রহমাতুল মুনিম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
সিরাজগঞ্জে জন্ম নেওয়া আবু হেনা মো. রহমাতুল মুনিম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।