শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফ করেছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ওষুধের খরচ বহন করতে হবে আহতদেরই।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে হয়েছে তাদের। এছাড়াও শুরুতে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করে কর্তৃপক্ষ।
তবে পরবর্তীতে বিভিন্ন মিডিয়া কাভারেজসহ আলোচনায় বসলে কর্তৃপক্ষ এই অস্বাভাবিক খরচ মওকুফ করে। কিন্তু এখনও ওষুধের খরচ বহনে আহতদের অক্ষমতার কথা জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে আজ তদন্তে নেমেছে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তদারকি করা হবে সবকিছু। এসময় তারা আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার তদারকির পাশাপাশি তাদের মতামত নেন।