Homeবাংলাদেশকিশোরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও তার দোসরদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অবস্থান নেয় জেলা বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হুসাইন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জালাল মুহাম্মদ গাউস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, এতদিন যে গুম, খুন অবিচার হয়েছে তার দায় আওয়ামী লীগের, এসব অপরাধের জন্য তাদের বিচারের আওতায় আনতে হবে।

Exit mobile version