Homeজাতীয়জনতার তোপের মুখে বন্ধ হলো সেতুর টোল আদায়

জনতার তোপের মুখে বন্ধ হলো সেতুর টোল আদায়

স্থানীয় জনসাধারণের আন্দোলনের মুখে চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহানন্দী নদীর উপর নির্মিত ওই সেতুতে টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। কিন্তু কয়েকদফা আন্দোলন হলেও তা সফল হয়নি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে গণঅধিকার পরিষদের উদ্যোগে টোল প্লাজার সামনে টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয়রা।

সকাল ১০টার দিকে স্থানীয়রা অবস্থান নিতে শুরু করলে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে, সেতুটির ইজারাদার হাম্মাদ আলী জানিয়েছেন, তারা বৈধভাবে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাটসহ সরকারকে রাজস্ব প্রদান করে সেতু ইজারা নিয়েছেন। তারপরও এভাবে টোল আদায় বন্ধ করে দেয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন।

দ্রুত টোল আদায়ের অনুমতি প্রদান অথবা তাদের অর্থ ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

সর্বশেষ খবর