নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ চার শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এই দাবিতে কলেজে বিক্ষোভ সমাবেশও করেছেন তারা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা সমাবেশ থেকে আজকের মধ্যে অধ্যক্ষসহ ৪ শিক্ষককে পদত্যাগ করার আল্টিমেটাম দেন।
সমাবেশে কলেজের শিক্ষার্থী বাদশা খান, হাসিবুর রহমান মুন্না ও শিশির মাহমুদ বক্তব্য দেন। তারা বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় অধ্যক্ষসহ ৪ শিক্ষক বিরোধিতা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। আমরা তাদের পদত্যাগ দাবি করছি।’
এদিন বিক্ষোভের সময় অধ্যক্ষ জহিরুল ইসলাম কলেজে ছিলেন না। তবে মোবাইল ফোনে অধ্যক্ষ বলেন, ‘সরকারি চাকরিজীবীদের কারো পক্ষে অবস্থান নেয়ার সুযোগ নেই। আমিসহ কলেজের কোনো শিক্ষক কারো পক্ষে অবস্থান গ্রহণ করিনি।’