Homeবাংলাদেশতিন জনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

তিন জনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।মঙ্গলবার (১৩ আগস্ট) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ যারা পেলেন। তারা হলেন-অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন।

মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বিএনপির ওই পদ থেকে পদত্যাগ করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বুধবার (৭ আগস্ট) ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন এ এম আমিন উদ্দিন। এরপর পদটি শূন্য ঘোষণা করা হয়।

Exit mobile version