Homeঅর্থনীতিআর্থিক প্রতিষ্ঠানবিএসইসির নতুন চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ

বিএসইসির নতুন চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এম মাসরুর রিয়াজ। আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।

এর আগে, সরকার পতনের পর গত ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। সোমবার তা গ্রহণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সর্বশেষ খবর