Homeবাংলাদেশফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি: রিজভী

ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি: রিজভী

স্বৈরচার ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সম্প্রীতির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সদস্যদের সবাই সমর্থন দিয়েছে। হঠাৎ এমন কি হলো, কার প্রেতাত্মা এই সরকারের মধ্যে ঢুকে বিভাজন তৈরি করছে।’

তিনি আরও বলেন, ‘দেশে এতো বড় একটি বিপ্লব হয়ে গেল, সেইখানে যারা সমর্থন দিয়েছে তাদের পা ভেঙে দেবেন আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনদের বলছেন সংগঠন চালিয়ে যেতে। এতোগুলো লাশ ঝরে গেল, তাদের আপনি অপমান করেছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আপনি কিসের উপদেষ্টা? আপনি তো ফ্যাসিস্টের উপাসক। জনগণ বলছে ভেতরে ভেতরে আপনি আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। আপনার সেই দুর্বলতা এখন প্রকাশ পাচ্ছে।’

‘আমারা ১৬-১৭ বছর গুম আর ক্রস ফায়ারের আতঙ্কে ছিলাম। সেই পরিবেশে সংগ্রাম করেছি। আজকের এই সমাবেশে হয়তো ইলিয়াস আলীসহ অনেক নেতা আসতে পারতেন, কিন্তু খুনি শেখ হাসিনা সবাইকে শেষ করে দিয়েছে,’ যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

শেখ হাসিনার বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় এবং সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানান রিজভী।

Exit mobile version