বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পদটি স্থগিত করার কোনো কারণ বলা হয়নি। তবে তাকে ঢাকায় তলব করা হয়েছে।
দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এ বিষয়ে বিলকিস জাহান শিরিন বলেন, ‘আমার পদ স্থগিতের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। একই সঙ্গে আমাকে তলব করা হয়েছে। কী কারণে পদ স্থগিত করা হয়েছে ঢাকা গেলে জানতে পারব।’
এর আগে, তার বিরুদ্ধে জনসাধারণের ব্যবহারের পুকুর ভরাট ও দখলের অভিযোগ ওঠে। এ নিয়ে সংবাদ প্রকাশের জেরে তার পদ স্থগিত করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা জানিয়েছেন।