চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ৮ দফা দাবি বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সদরে লক্ষাধিক লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলা সদরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে সারা জেলা থেকে আসা লোকজনে জেলা সদরের বিভিন্ন সড়ক কানায় কানায় পূর্ন হয়ে যায়। যে যেখানে পেরেছে, সেখানেই দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মৃনাল কান্তি রায় পপা, নিতীশ বিশ্বাস, টিটো বৈদ্য, রমেন্দ্রনাথ বিশ্বাস, পল্টন হালদার, সুশিল বিশ্বাস, সঞ্জয় সিকদার, আশিষ ঢালীসহ নেতারা বক্তব্য রাখেন এবং সারা দেশে তাদের ওপর সাম্প্রতিক সময়ের নির্যাতন বন্ধের দাবি জানান।