প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটনো হবে কাজের মাধ্যমে। তবে মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর কাজ শুরু করব।
সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিধান রায় বলেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কাজ করা হবে।
এ সময়ে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে এ উপদেষ্টা আরও বলেন,
প্রাথমিক শিক্ষা যেকোনো দেশের ভিত। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে।
আরও পড়ুন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, শ্রদ্ধা জানালাম স্মৃতিসৌধে, কেন্দ্রীয় শহীদ মিনারে। কর্মকৌশল ঠিক করব, সবার সহযোগিতা নিয়ে কাজ করব। মন্ত্রণালয়ের কাজটা বুঝতে হবে, এরপর কাজ শুরু করব।
শিশুদের শিক্ষাটা ব্যক্তির জীবন গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষার মানের উন্নয়নটা করা দরকার। যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে বলেও জানান তিনি।