চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কে এম নূর আহমদ এ তথ্য জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতা প্রতিরোধ না করায় এবং মৌন অবস্থান অবলম্বনের জন্য তার পদত্যাগের দাবি উঠে। এরপর শিক্ষার্থীরা পদত্যাগের সময়সীমা উল্লেখ করে আল্টিমেটাম দেন। এরই প্রেক্ষিতে গত ৯ আগস্ট প্রক্টরিয়াল বডিসহ তিনজন হল প্রভোস্ট পদত্যাগপত্র জমা দেন। পরে অন্য প্রভোস্টরাও পদত্যাগ করেন।
জানা যায়, অধ্যাপক ড. মো. আবু তাহের উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপক পদে যোগদান মর্মে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ড. আবু তাহেরকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নূর আহমদ।