Homeবিনোদনবলিউড‘বানরের’ মতো শুধু আনন্দ ছড়িয়ে দিই: শাহরুখ খান

‘বানরের’ মতো শুধু আনন্দ ছড়িয়ে দিই: শাহরুখ খান

প্রথম ভারতীয় হিসেবে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পিয়াজা গ্রান্দে বিভাগে পুরস্কার জিতেছেন বলিউড বাদশাহখ্যাত মেগাস্টার শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, লাইফটাইম অভিনয় জীবনের কৃতিত্বের জন্য এবার পার্দো আলা ক্যারিয়েরা হন শাহরুখ । শনিবার (১০ আগস্ট) সুইজারল্যান্ডে এ পুরস্কার জেতার পর থেকেই নতুন করে আলোচনায় ভারতীয় এ অভিনেতা।

দেশের বাইরের প্রথম ভারতীয় হিসেবে এমন সম্মানজনক পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত শাহরুখ। সংবাদমাধ্যমে জানিয়েছেন নিজের অভিব্যক্তি।

পুরস্কারের ট্রফি হাতে নিয়ে শাহরুখ বলেন,
এ অভিজ্ঞতা চমৎকার। আমাকে এখানে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। সত্যি এ ট্রফি খুব মূল্যবান ও আমার কাছে অনেক আলাদা। তাই এ পুরস্কারের নাম আমি উচ্চারণ করতে পারব না। কারণ, এটি সত্যি খুব কঠিন হাসি।

শাহরুখ আরও বলেন,
আমি জানি সারা বিশ্বে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। যারা আমার উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হন। তাই সবার কাছে আনন্দ ছড়িয়ে দিতে যেকোনো কিছু আমি করে থাকি। অনেকটা বানরের মতো বলতে পারেন।

এ উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারোকে তাই শাহরুখ প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। সংবাদমাধ্যমে পরিচালক জিওনা বলেন,

শাহরুখ ‘জনগণের নায়ক’ অথচ মাটির কাছাকাছি। আমাদের সময়ের কিংবদন্তি তিনি।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডে ৭ আগস্ট শুরু হয়েছে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। এ উৎসবের পর্দা নামবে আগামী ১৭ আগস্ট।

সর্বশেষ খবর