Homeবাংলাদেশ‘ইডিএফ ফান্ডের ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন সালমান রহমান’

‘ইডিএফ ফান্ডের ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন সালমান রহমান’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রিজার্ভ থেকে ইডিএফ ফান্ডের ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করা আলোচিত মহিউদ্দিন রনি।

মহিউদ্দিন রনি বলেন, ব্যাংকসহ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনাকারী ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান, নুরুন নাহার, খুরশীদ আলম, ড. মো. হাবিবুর রহমান, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস দুপুর ১টার মধ্যে ব্যবস্থা নেয়া না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে।

তিনি বলেন, ‘হাসিনা সরকারের যারা ছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। রিজার্ভ শূন্য করার পরিকল্পনা তাদের। কিন্তু ছাত্র-জনতা তা মেনে নেবে না। দ্রুত চার ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।’

মহিউদ্দিন বলেন, ‘গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন, তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবে। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।’

সর্বশেষ খবর