ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪ বছর বয়সী ছেলে এবং তার ৩৫ বছর বয়সী বাবা নিহত হয়েছে।
শনিবার ( ১০ আগস্ট) রাতভর চালানো রাশিয়ার বিমান হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোর রয়েছে। হামলাটিতে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ বিষয়ে জেলেনস্কি আর কোন তথ্য জানাননি। তবে ইউক্রেনের জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে নিহতরা সবাই ব্রোভারি জেলার।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস হামলার কয়েকটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যায়, অন্ধকারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে একটি শিশুর মরদেহ বের করে আনা হচ্ছে।
সামাজিকমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে এই হামলায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।’
নিশ্চিত হতে বিশেষজ্ঞরা অস্ত্রটি পরীক্ষা করছেন বলেও জানান তিনি।
মস্কোর চালানো রাতভর হামলায় ৫৭টি ইরানের তৈরি ড্রোনও অন্তর্ভুক্ত ছিল যা দিয়ে ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। ৫৭ টি ড্রোনের মধ্যে ৫৩টি বিমান প্রতিরক্ষা ভূপাতিত করেছে বলে দাবি করেছে কিয়েভ।
জেলেনস্কি এক বিবৃতিতে জানান, পশ্চিমাদের অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে তার দেশ।
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।