নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় রমজান আলী নামে এক বিএনপি’র কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
নিহত রমজান আলী (৭০) সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
স্থানীয়রা জানান, রমজান আলী বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এনিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার দুপুরে সামান্য বিষয় নিয়ে
পরানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর উজ্জলের নির্দেশে প্রতিপক্ষের আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আব্দুর রাজ্জাক রমজান আলীকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রামপুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলেও দাবি করেন তারা।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।