Homeজেলাপটুয়াখালীতে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের হামলা আহত ১৫

পটুয়াখালীতে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের হামলা আহত ১৫

পটুয়াখালী দুমকিতে আন্দোলনকারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এ সময় অন্তত ১৫ আহত হয়েছেন।

আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বাউফল-পটুয়াখালী সড়কের মুরাদিয়া বোর্ড অফিসের পাশে ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১০টার দিকে দুমকি আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ, জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের নানা শ্লোগান দিয়ে বাউফল-পটুয়াখালী সড়ক অবরোধ করে। পরে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা মোটরসাইকেলে সেখানে গিয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে।

এ পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, শান্তিপূর্ণভাবে শহীদ মিনার চত্বরে সমাবেশ করতে চেয়েছিলাম। সাধারণ ছাত্রছাত্রীরা আসাও শুরু করেছে। কিন্তু ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। অনেক শিক্ষার্থী মারধরের শিকারও হন।

সর্বশেষ খবর