রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর রাণীনগরে কোটা সংস্কার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের আয়োজনে সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় দুই শতাধকি শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে সড়কে উঠলে পুলিশ তাদের বাধা দয়ে। কন্তিু শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে রাণীনগর সদররে বিজয়ের মোড়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও দশেরে বভিন্নি স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান।
এরপর অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা উপজেলা গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যেতে লাগলে আবারো রাণীনগর থানাপুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে মিছিল নিয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলন র্ব্যথ করতে পুলিশ মোড়ে মোড়ে আমাদরেকে বাধা দিয়েছে। তারপরেও আমরা দাবি আদায়ের লক্ষ্যে কোটা সংস্কার আন্দোলন করেছি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ কোন বক্তব্য দিতে রাজি হননি।