Homeসর্বশেষ সংবাদকোটা বিরোধী আন্দোলনে উত্তাল পঞ্চগড়

কোটা বিরোধী আন্দোলনে উত্তাল পঞ্চগড়

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি।।

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক মহাসড়ক ঘিরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টা থেকে জজ কোর্ট এলাকায় জড়ো হয় তারা।পরে বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল বের হয়।প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে তারা।এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।চরম দূর্ভোগে পড়ে পথচারী।পরে বিকাল প্রায় ৩ টার দিকে শিক্ষার্থীরা সড়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জেলার সাধারন শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও ছাত্রলীগের হামলার বিচার দাবি তুলে তারা।

এ সময় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে, কোটা না মেধা, মেধা মেধা, এই স্লোগানে মুখরিত পুরো এলাকা।সমাবেশে বিভিন্ন স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।

আন্দোলনকারীদের সাথে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া উপস্থিত হয়ে বলেন, তোমরা তোমাদের কর্মসূচি শান্তিপুর্ন ভাবে পালন কর। আর চোখ কান খোলা রাখবে কেউ যেন হটকারিতা না করে। যতক্ষণ খুশি তোমরা আন্দোলন কর। পুলিশ তোমাদের কোন কিছুই করবে না।যদিও আন্দোলনকারী শিক্ষার্থীরা এমপির উপর ক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে থাকে।

সর্বশেষ খবর