Homeজেলাগাছ রোপন করতে গিয়ে হামলার শিকার বন বিভাগের কর্মচারী

গাছ রোপন করতে গিয়ে হামলার শিকার বন বিভাগের কর্মচারী

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।

পঞ্চগড়ে বন বিভাগের লিজ নেয়া জমিতে গাছ রোপন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, বাগানের মালি রমজান আলী। পরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শনিবার দেবীগঞ্জ সদর ইউনিয়নের খয়ের বাগান এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

রাতে দেবীগঞ্জ সদর ফরেষ্ট অফিসার নিবারন চন্দ্র রায় বাদী হয়ে জহিরুল ইসলাম, রুবেল, বদিরুলসহ ২৮ জনের নাম উল্লেখ করে, আরো ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।


আরও পড়ুন


অভিযোগে জানা যায়, দেবীগঞ্জ বন বিভাগের লিজ নেয়া ২০ একর জমিতে সদর ফরেষ্ট অফিসার নিবারন চন্দ্র রায় বাগানের মালি নুরনবী হোসেন, রমজান আলী, সাজু ইসলাম ও হানিফ সরকারকে সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করতে যান। এতে বাগানের আশেপাশের লোকজন বাধা প্রদান করেন। বাধা উপেক্ষা করে গাছ লাগাতে থাকলে তারা বনবিভাগের লোকজনের উপর হামলা করে। লাগানো গাছ নষ্ট করে ফেলে। এতে ১৮ হাজার গাছের প্রায় ১১ লাখ টাকা ক্ষতি সাধন হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর