Homeআন্তর্জাতিকক্লাস চলাকালে ধসে পড়ল স্কুল ভবন, ২২ শিক্ষার্থীর মৃত্যু

ক্লাস চলাকালে ধসে পড়ল স্কুল ভবন, ২২ শিক্ষার্থীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার প্লাতেউ রাজ্যে একটি দোতলা স্কুল ক্লাস চলাকালীন অবস্থায় ধসে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) এ ঘটনায় ২২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার সকালে নাইজেরিয়ার প্লাতেউ রাজ্যের সেন্টস একাডেমি কলেজ নামের একটি স্কুল ধসে পড়ে। এতে ২২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। আর নিখোঁজ রয়েছে শতাধিক শিক্ষার্থী।

ধসে পড়া স্কুলটিতে প্রাথমিকভাবে ১৫৪ জন শিক্ষার্থী চাপা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হয়।

স্কুলটির বেশিরভাগ শিক্ষার্থীরই বয়স ১৫ বছর বা তার চেয়ে কম। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত এবং নিহতদের একটি নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গ্রামবাসীরাও উদ্ধারকাজে সহযোগিতায় এগিয়ে এসেছে।

সর্বশেষ খবর