রাশিয়ার মস্কোর অদূরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) মস্কোর অদূরে বনাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৩ জনের প্রাণহাণির হয়। তারা সবাই বিমানটির পাইলট ছিল বলে খবর পাওয়া গেছে।
এটি রাশিয়ার সুখোই সুপারজেট-ওয়ান হান্ড্রেড মডেল যাত্রীবাহী বিমান ছিল। শুক্রবার বিমানটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বিমানটি বিধ্বস্ত হয়।
এ সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে সাধারণ জনগণের হতাহতের ঘটনা ঘটেনি।’
এটি পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা সেবিষয়ে কিছুই জানা না গেলেও সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।