ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে গতকাল শনিবার (৬ জুলাই) সুইজারল্যান্ডের বিপক্ষে ছন্নছাড়া ফুটবল খেলেও টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট পায় ইংল্যান্ড। এ ম্যাচে পেনাল্টি ঠেকাতে ভিন্ন এক পন্থা অনুসরণ করেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। তিনি নিজের পানির বোতলে লিখে রেখেছিলেন পেনাল্টি সেভ করার চিটকোড। যেটি নিয়ে এখন তুমুল আলোচনা ফুটবল পাড়ায়।
এদিন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের খেলায়ও ম্যাচটিতে থেকে যায় ১-১ গোলে সমতা। এরপর নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। যেখানে অদ্ভুত এক পন্থা বেছে নিয়ে ইংল্যান্ডের ম্যাচ জয়ের নায়ক বনে যান পিকপোর্ড। পেনাল্টি ঠেকাতে বিশ্বের বাঘা বাঘা গোলকিপারদের যেখানে নাকানি চুবানি খেতে হয়, সেখানে পিকপোর্ডকে দেখা গেল বেশ নির্ভার থাকতে।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে দেখা যায়, অদ্ভুত এক পন্থা বেছে নিয়ে পানির বোতলকে ভরসা বানিয়ে টাইব্রেকারে সাফল্য পান পিকফোর্ড। ব্যক্তিগত পানির বোতলের দিকে তাকিয়ে প্রতিটি পেনাল্টির আগে স্বাভাবিকের চেয়েও কিছুটা বেশি সময় নিচ্ছিলেন পিকপোর্ড। যেখানে মূলত সুইজারল্যান্ডের ফুটবলারদের পেনাল্টিতে শক্তিমত্তা আর দুর্বলতা লেখা ছিল। যা দেখেই তিনি সিদ্ধান্ত নেন কোন দিকে ঝাঁপ দিতে হবে।
অদ্ভুত এ পন্থাকে অস্ত্র বানিয়ে ম্যাচে সফলও হয়েছেন তিনি। যার ফলশ্রুতিতে সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জির পেনাল্টি ঠেকিয়ে গত আসরের রানার্সআপ ইংল্যান্ডকে নিয়ে গেছেন সেমিতে।