Homeরাজনীতিসরকার প্রচণ্ডভাবে আস্থাহীনতায় ভুগছে: জিএম কাদের

সরকার প্রচণ্ডভাবে আস্থাহীনতায় ভুগছে: জিএম কাদের

সরকার প্রচণ্ডভাবে আস্থাহীনতায় ভুগছে বলে মন্তব্য করছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (৮ জুলাই) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় ছাত্র ও শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে জিএম কাদের বলেন, মুক্তিযোদ্ধা কোটা ও পেনশন স্কিম নিয়ে ছাত্র ও চাকরিজীবীদের আন্দোলনের সঙ্গে জাতীয় পার্টি একমত। মুক্তিযোদ্ধা কোটা দেশের স্বাধীনতা যুদ্ধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং যাদের জন্য পেনশন স্কিম তারা যদি গ্রহণ না করে তাহলে জোর করে চাপিয়ে দেয়া অনুচিত। সরকারের ওপর আস্থা না থাকায় ছাত্র ও চাকরিজীবীরা যৌক্তিক আন্দোলন করছে বলেও দাবি করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জিএম কাদের বলেন, ‘সরকার ঋণ নিয়ে অনেক মেগা প্রজেক্ট করছে, সেই ধারাবাহিকতায় তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা দরকার। নিজস্ব অর্থায়নে না হলেও ঋণ কিংবা কোনো দেশকে ভালো সুযোগ-সুবিধা দিলে তা গ্রহণ করে হলেও আমরা তিস্তা মহাপরিকল্পনা চাই।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।

সর্বশেষ খবর