ভুল স্বীকার করল কনমেবল কর্তৃপক্ষ। ভিনিসিউস জুনিয়রকে ফাউলের ঘটনায় ব্রাজিলকে পেনাল্টি দেয়া উচিত বলে মত তাদের।
সান্তা ক্লারায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৪২ মিনিট চলছিল। বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে যান ভিনি। তাকে ডানিয়েল মুনজ ফাউল করে ফেলে দেন। পেনাল্টি হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ২ মিনিট সময় নিয়ে পর্যালোচনা করেন রেফারি। তবুও সঠিক সিদ্ধান্ত জানাতে পারেননি। পেনাল্টির আবেদন নাকচ করে দেন তিনি।
কোপা আমেরিকার ওই ম্যাচটি ব্রাজিল ড্র করে ১-১ গোলে। এ ড্র কোয়ার্টার ফাইনালে তাদের উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের সামনে ফেলে দিয়েছে। অথচ কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে পানামার মতো অপেক্ষাকৃত দুর্বল দলকে পেত দরিভাল জুনিয়রের শিষ্যরা। ভুল হওয়ার পর দায় স্বীকার করল কনমেবল।
এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, ‘ভিনিকে ফেলে দেয়ার আগে মুনজ বল স্পর্শ করননি। রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি। যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন। একটা ভুল হয়ে গেল।’
এই ম্যাচেই হলুদ কার্ড পেয়েছেন ভিনি। টানা দ্বিতীয় হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষ কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি। যা ব্রাজিলকে আরও ধাক্কা দিয়েছে। এসব ঘটনার পর অবশ্য ক্ষোভ জানিয়েছেন ব্রাজিল কোচ, করেছেন রেফারির সমালোচনাও।